SriChinmoy.org
bn More about Sri Chinmoy
x

সেবা

"জীবনের পরিপূর্ণতা আসে
অসম্ভবের স্বপ্ন লালন আর তা পালনের মাধ্যমে।"
শ্রী চিন্ময় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন যে স্বপ্নের বাস্তববায়নের তা ছিল: এমন এক বিশ্ব গড়ে তোলা যেখানে ‘সুপ্রীমের’ সঙ্গে মানুষের ঐক্যতান চীর বিরাজমান থাকবে। এই লক্ষে চার দশকের বেশি সময় ধরে তিনি মানবসেবা, খেলা-ধুলা আর শিল্পচর্চার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানূষের ভেতরে সক্রিয় এক উপাদান হিসেবে কাজ করেছেন।
১৯৬৪ সালে আমেরিকার আসবার পর থেকে শ্রী চিন্ময় সংস্কৃতি, মানবসেবা আর আধ্যাত্ম সাধনার বিশাল কর্মভুমি গড়ে তোলেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে নানা বর্ণের, ধর্মের, ভাষার মানুষের মধ্যে।
র এ পথ মানুষের সেই চির পুরাতন সার্বজনীন বিশ্বাস কেই নুতন শক্তিতে বেগবান করেছে। তাঁর প্রানোদিত ‘স্রষ্টা আর সৃষ্টির এই একাত্ম’ হওয়ার শিক্ষা সকলকে উৎসাহিত করে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই উদ্দেশ্য – বিছিন্ন নয়, বরং সংযোজিত হয়ে কাজ করেতে।